Skip to main content

লোকনাথ বাড়ৈ

রঙিন ফুল

সুইসাইড পয়েন্ট নামে পরিচিত চূড়াটাতেও
ফুটে আছে কতো রঙিন ফুল
জন্ম ও মৃত্যু নিয়ে তারা প্রতিদিন খেলা করে

আর‌ও এক পা এগিয়ে যাওয়ার আগে
তাদের দিকে তাঁকালে বুঝতে পারবে
তবু তারা হাসতে ভোলেনি এখন‌ও

দেখবে,
সুইসাইড পয়েন্ট নামে পরিচিত চূড়াটাকে 
বড্ড মিথ্যে মনে হবে তোমার